নিথর দেহে রং মেখোনা,
আতর ছিঁটাও শুধু।
মায়ার চোখে আর দেখোনা,
বিদায় দাওগো বধু।।
এই পৃথিবীর জোস্না মাঝে,
ভিজবোনা আর রাত্রি সাঁঝে।
ডাকবোনা আর চেনা সুরে,
জাগবোনা আর রাঙা ভোরে।।
শেষ ছোঁয়া দাও মা'গো আমায়,
শেষ চুমু দাও এঁকে।
আর কখনো পাবেনা এথায়,
আসবো শুধু স্বপ্নে থেকে থেকে।।
৩১-০১-২০১৭