শীত চলে যায় শিশির কুয়াশায়,
তীক্ষ্ম হিমেল হাওয়া বয়ে যায়।
তবু ভরেনা মন আমার এই শীতে,
ভরেনা হাত দু'টো কারো দেয়া অঞ্জলিতে।।

ওখানে ওই পাড়ে কত মাঝি বসে,
ডিঙি নৌকোতে সাথে প্রণয়ী হাসে।
আহা! কত মধুর ও আসর কত প্রেমালাপ,
মোর পাড়ে ভিড়েনা তরী ভরা অভিশাপ।।

চমকিতো আমি সহসা উঠি চমকিয়া বারে বার,
মিটেনা মিটেনা হিয়ার যাতনা শুধু যে হাহাকার।
আজি ব্যথিত ব্যথায় আমি দেখিয়া সুখের খেলা,
ইর্ষিত আমি কাঁটে বলে প্রেমহীনে সারাবেলা।।

চাঁদের আলোতে নদীর বুকেতে সোনা সোনা ঢেউ,
প্রহর আমার একেলা কাঁটে গল্পে নেই যে কেউ।
তীব্র বাসনা ভরা মনে তীব্র তৃষ্ণা বিরাজ করে,
নাহি ও'গো কারো চাওয়া আমারে পাবার তরে।।

মোর প্রেম সব হয় যে বিফল সেই জনে হীনে,
কোথা রয়েছ কও কথা বাঁচিনা তোমারে বিনে।
শীত চলে যায় শিশির কুয়াশায়,
মোর মন নাহি ভরে ছাড়া হতাশায়।।

১৩-০১-২০১৭