আমার আকাশ বেজায় কালো,
তার ঝলমলে তারা।
আমার ইচ্ছে হাওয়ায় উড়ে,
স্বপ্ন ছন্নছাড়া।।

আমার জলহীন এক নদী,
তার ঢেউ যে অবিরত।
আমার হৃদয় গহীন ঘরে,
না শুকানো ক্ষত।।

ভরা বিষাদ বুকে আমার,
শূন্য বিশাল চাওয়া।
যোগ্য আমি তুচ্ছ অতি,
তাই মিটেনা কভু পাওয়া।।

দিলাম তোমায় জুড়ে সুভাষ,
আমার লাল চোখের নেশা।
নেই যে লোভের মত কিছু,
তাই ছুঁইনা ভালোবাসা।।

০৬-০৬-২০১৭