এই পৃথিবী আমার ঘর,
পুরো পৃথিবীর সবুজ আমার খেলার মাঠ।
গেঁথেছি এক অদৃশ্য সুতোর মালা,
প্রতিটি প্রাণে প্রাণে প্রতিটি গানের সুরে।।
আমার সদা সত্য নিঃশ্বাসের মত,
এই পৃথিবীর প্রতিটি মানুষ আমার সত্য আপন।
প্রতিটি মানুষের স্নায়ুতন্ত্রের শব্দ আমি পাই,
বাগানের ফোঁটা ফুল সব আমার সবার আঙিনার।।
এই এক অম্বরের নীচে সর্বজন শ্রী-সোভা,
একই মাতন্ডের আলোয় সব উজ্জ্বল মাণিক্য।
প্রতিটি হাতের তালুরেখা আমার চেনা,
প্রতিটি হাসি আমার শ্রুতিতে নিবিষ্ট।।
আমার কান্না আর হাসি অথবা ছন্দ,
যেন সবার অনুভূতির স্পর্শ একতালে নৃত্য।
যখন কোন প্রাণ কোন এক আর্তনাদে,
আমাকে আহুত করে আমি দাঁড়াই তার সম্মুখে।।
ব্যথিত হিয়ার ক্রন্দনে আমি,
ঝরাই অশ্রু "কেন স্বার্থ খেলা?" প্রশ্ন ছুড়ি।
এই পৃথিবীর এক ঘরে থেকে কেন ব্যবধান?,
একই জাতে মিশুক সবে মনে মন প্রাণে প্রাণ।।
১৫-১০-২০১৬