একটা বিশেষ কিছু সেখানেই লুকানো থাকে,
যেখানে অতি সাধারণ বিষয় আছে নিরব নির্বাকে।
সাধারণ রমণীর চোখ অতি অসাধারণই হয়,
অতি চাঁপা স্বভাব সম্পন্ন রমণীর চুল মেঘবরণই হয়।।

অল্প সান্নিধ্যের সুখে মুখ ফুটে হাসি আসে,
অতি সাধারণ রমণী অনেক বেশি ভালোবাসে।
তার চাওয়া তার কামনায় বেশি কিছু থাকেনা,
অবাক দু'টো ঠোটে তার কথার নহর থামেনা।।

তবে কখনো কখনো সহসাই তার মনে বিঁধে,
অল্প কথার অনেক বড় নিরাময়হীন বিষাদে।
তবে কখনো কখনো একটু হাসির তাড়নায়,
পূর্ণ দৃষ্টিতে সাধারণ রমনী প্রেরণা খুঁজে পায়।।

তোমাকে আমি গোপনে আবরণের মাঝে জড়াবো,
তোমাকে অতি কাছে টানতে সাধারণ হয়েই রবো।
তোমার স্বপ্ন সাধনার মাঝে কি এক অবিনাশী গান বাজে,
স্বপ্নের থেকে আরও মধুময় ছোঁয়া সাধারণ রমনী তোমার লাজে।।

৩০।০১।২০১৭