জেগে যদি রও কোন এক রাতে কোন বিষাদের সাথে,
তবে একটু ফাঁক করে জানালা তাকিও আকাশ পানে সেই রাতে।
হয়ত জেগে রবে তোমার সাথে দূরের ওই চাঁদ খানি জোসনা ছড়িয়ে,
জেনে নিও তুমি; রবো আমি সেই রাতে জোসনা হয়ে তোমায় জড়িয়ে।।
হয়ত সেই গভীর নিশিথে বয়ে যাবে দখিনা সমীরণ কোন দূরের পথ পারি দিয়ে,
খুঁজে নিও সেই সমীরণে পাবে খুঁজে আমার ভালোবাসার ঘ্রাণ যাবে তোমায় ছুঁয়ে।
হয়ত দূরের ওই ডালে বসে গাইবে কোন এক অজানা অচেনা নাম না জানা পাখি,
সেই গানের ধুয়ায় সুরে সুরে পাবে মোরে ফিরে হয়ত ঝরিবে তব আঁখি।।
সেই আধো ছায়া খেলা রিক্তের বিষাদে ভরা রাতে নিরবে ছুটে যাবে মেঘমালা,
তুমি ভেবে নিও আমি উড়িয়ে দিয়েছি সেই মেঘের ভেলায় মোর শত ব্যথা শত জ্বালা।
দেখবে তুমি সেই নিশিথে তব উঠোনের কোনে ফুঁটিছে হাসনাহেনা গন্ধ ভরা,
ওই সে দূরের গগনে জেগে রবো পাহারায় তোমারি হয়ে মিটিমিটি তারা।।
১২-১২-২০১৬