তব সৃষ্টি ধারায় খুঁজে পাই প্রেমের ঐকতান,
তুমি প্রেমে বেঁচে আছ প্রেমেই হয়েছ মহান।
দিয়াছ তুমি ব্যথিত হিয়ায় প্রেমের চির সুর,
করেছ তুমি শানিত প্রাণ করিয়া হিংসা দূর।।

আজও তুমি আছ স্মরণে স্মরণে একই নামে,
চলে যাওনি রয়েছ মিশে 'অনন্ত প্রেম' শিরোণামে।
যেথায় ভুলের সয়লাব আপন হতে চায় পর বারেবার,
সেথায় জাগাও উদার মানস আনন্দ সুখাধার।।

তোমারে তাই রেখেছি মনের গহীন অন্দরে,
তুমি রবীন্দ্র, প্রেমের গান গেয়েছ ভুবন জুড়ে।
এ মোর যত মহা সুর দিলাম তোমার তরে,
'সোনার তরী'তে মহাকাল পরে তুলে দিও থরে থরে।।

০৬-০৮-২০১৬