তুমি কল্পনা থেকে আসো তুমি স্বপ্নে ভাসো প্রেম,
তুমি শেখাও জীবনের মানে দেখাও রন্ধ্রে রন্ধ্রে হেম।
তুমি নব ঊষা হয়ে আঁধারের যবনিকা টেনে আলোকিত করো মন,
তুমি উচ্ছাস তুমি সুভাষ তুমি সুখের হিল্লোল জাগাও প্রতিক্ষণ।।
তোমাতে রয়েছে যুগ যুগের দেখা অদেখা চাওয়া পূর্ণতা পাওয়া,
তুমি স্বর্গীয় তুমি নিভৃত বন্ধন তুমি জাগরিত করো হিয়াতে হিয়া।
তুমি হাসি তুমি অবসাদ সব ক্লান্তির ব্যথা ক্লিষ্টের,
প্রেম তুমি অমর অব্যয় অক্ষয় তুমি অনন্ত পথ দেখানিয়া দৃষ্টের।।
তুমি শপথে শপথে নিপুণ গাঁথনে গেঁথছ জয়ের সুরও গান,
তুমি মৃত্যুর বাঁধা তুমি অমরত্বের রাঁধা; কৃষ্ণের তরে জ্বলা প্রাণ।
প্রেম তুমি আকাশ পবনে ফুলের ফোঁটনে স্পর্শে পবিত্রতা,
তুমি নহো দূরে বাধো অন্তরের অন্দরে ঘর সর্বদা।।
১৫-১২-২০১৬