আমার হৃদয়ের যত প্রেম যত ভালোবাসা,
আমার প্রাণের যত চাওয়া যত আশা।
শুধু তোমার তরে হে প্রভু তোমার চরণে,
দাও মোরে শান্তির পরশ জীবনে মরণে।।

আঁধারে পথ যদি ভুলি বিপথে কভু যদি চলি,
দিও তবে কোর-আনের নূর চোখে ঢালি।
তোমার পথে জীবন দানে তামান্না যে প্রাণে,
কবুল করো আমায় জিহাদের ময়দানে।।

পাখির মত সুর দিও গাইতে তোমার গান,
তোমার তরে বেঁচে থাকা তোমার তরে প্রাণ।
আমার সকল চাওয়া সকল আবেগ যেন হয়,
শুধু তোমার তরে আর কাহারো জন্যে কভূ নয়।।

১২-০১-২০১৭