কিছু কথা কিছু শিহরণ,
কিছু চাওয়ায় গলিত মন।
প্রতিটা সুখ আর দুখের অনুভূতি,
চাই শুনতে, প্রকাশ করতে পত্র দাও যদি।।
ওই দূর কোন এক অজানা প্রান্ত হতে,
রাতের সাঁজানো কথাগুলো পেতে চাই প্রাতে।
কখনো গ্রীষ্মের রোদ্র অথবা বর্ষার কথা,
লিখবে শীতের কুয়াশার ছড়া অথবা ব্যথা।।
মাঝে মাঝে ক্ষণিক সময়ের অপেক্ষা,
সইতে না পেরে আঁড়ি দিবে বন্ধ রাখবে পত্র।
আমি বারে বার পত্র দিয়েই যাবো মিষ্টি কথায়,
ভুলিবে অভিমান কোন এক সন্ধ্যায় পত্র পাবো তোমার।।
তাতে লিখবে তুমি কেউ ছেড়ে গেলো বুঝি তোমায়,
সেই ব্যথায় শোকার্ত তুমি বেদনা ভরা হাওয়ায়।
আমি শান্তনা দেবো শান্ত হতে মনের দুয়ারে,
মোর পত্র পড়ে ফিরে পাবে মোরে পাবে শিয়রে।।
১৩-১০-২০১৬