এই অবেলায় আঁধার ঘনিয়ে আসার ক্ষণে,
সেই পুরণো কেউ আসে উঁকি দিয়ে যায় মনে।
যাতনায় পুড়ে যাই; স্মৃতির পাথারে ডুব সাঁতার,
যে নেই কেন সে আসে এই ভাঙ্গা মনে বারেবার।।
ওই দূর দেশে তুমি থেকো হেসে করো খেলা কারো হৃদয় আঙিনায়,
সেই চেনা সুরে মোরে ঘিরে গেয়োনা কোন গান রঙের মূর্ছনায়।
আমি আছি বেশ আগেরই মতো দোলে সুখের দোলনায়,
ফিরে যাও সুখের পথে তব নতুন প্রেমের ঠিকানায়।।
২৫-০৩-২০১৭