একবার কেউ প্রশ্ন করুক,
কেন পাখি ডাকা ভোরে জাগলাম না?।
অথবা কেউ রাত্রিশেষের পাখি হয়ে,
ঘুমটা ভাঙ্গিয়ে দিক।।
একবার কেউ জানতে চাক,
কেন বর্ষায় মুখরিত শ্রাবণে।
চোখ দু'টো বুঝে ঝিমুচ্ছি?,
অথবা কেউ সঙ্গে নিয়ে ভিজুক।।
যখন বিকেলের রোদটা,
পালিয়ে যাবে বলে স্থির।
তখন কেউ প্রশ্ন করুক কেন বদ্ধ ঘরে?,
অথবা অপরূপ সাঁজোয়া দিগন্তে নিয়ে চলুক।।
একাকীত্বের ওই সময়টাতে,
যখন তারা ফুঁটবে চাঁদের পাশে মিটমিট।
কেউ কৈফিয়ত দিতে বলুক জানালা বন্ধ কেন?,
অথবা কেউ সঙ্গে নিয়ে জোছনা মাখুক।।
বাস্তবতার স্বাদে না'হোক,
কেউ আমাকে ভাবিয়ে তুলুক।
কল্পনার ওই বহুদূর দেশে,
কেউ হাত ধরে নদীর ঢেউ গুনতে বসুক পাশে।।
অথবা যখন জোনাকি উড়ার সময়ে,
ক্লান্ত আমি থাকি তন্দ্রায় আচ্ছন্ন।
তখন কেউ আমাকে এক হেচকা টানে,
নিয়ে যাক বাইরের মোহ মাঠখানে।।
ব্যর্থ আমি যখন হতাশায়,
পরাজয়ের হিসেবে গোলমাল পাকাতে বসি।
কেউ তখন আপন যত্নে বুনে দিক,
দু'চোখ জুড়ে ভবিষ্যতের রঙিন স্বপ্ন।।
আত্ম গ্লানিতে যখন জীবন আশে বিভ্রান্ত আমি,
যখন হৃদয়ের মাঝে হাহাকারের সুর করুণ।
তখন একবার কেউ শুনিয়ে যাক সুধাসম গান,
একবার কেউ ভালোবাসুক আমায় উজার করে প্রাণ।।
১৪-১০-২০১৬