মোর চোখ দু'টো,
মাঝে মাঝে আঁধারে ঘেরা রাতে,
ওই দূর পিছনে ফেলে আসা,
ওই হারিয়ে যাওয়ার ছবিটা দেখে।।

আবেগে আপ্লুত হয়,
আর অসম্ভব কাতরতায় ডুবে যায়।
কি নিদারুণ চঞ্চল সে,
যেন সুভ্র প্রভাতের কল্লোলসম গতি।।

আমি হাত রাখি আলতো করে,
ওই ছবিটার উপর আঁদর মাখি।
তাকিয়ে থাকা ওই নয়ন জোড়া,
যেন কতকালের কথা জমিয়ে রেখেছে।।

আমি ওই ছবিটির চিরসুক্ষ্ম,
দু'টো ঠোঁটের দিকে তাকাই।
আর দেখি আজও ঝরছে,
অজস্র বাঁধ ভাঙ্গা হাসি।।

এইতো শুনতে পাচ্ছি,
যেন ছবিটা প্রাণবন্ত।
আমাকে জানান দিচ্ছে,
অতীতের নীলটিপ আজ বর্তমানে।।

আহা! কি চিরশান্ত,
যেন চিরকালের স্থিরানন্দ।
চোখের ওই পাপড়িগুলো,
ছড়ায় মুক্ত পবনে মাতাল গন্ধ।।

ভাবতে থাকি আমি,
কতটা দেয়ালের ওপারে গেলে,
কতটা দূরের আকাশ মেলে জ্বলছ তুমি,
আর কারইবা নেশাতুর চোখের খোড়াক মেটাও।।

আমি তাকিয়ে থাকি,
ওই ছবিটার দিকে অপলক।
আর গল্প করি অহনিশ,
যেন আমার প্রাণের স্পন্দনের মত সত্য।।

আজ এই সময়ের কোলে,
তোমার বিরহে মিশি ব্যথার নীলে।
চেনা লাগে ওই ভ্রু জোড়া,
তবে ওই ছবিটার মানুষ নয়।।

২১-১০-২০১৬