হয়ত আজ এই পৃথিবীটা বড্ড আধুনিক,
সাজসজ্জা নবাগত বাহুর ক্লান্তিহীন কর্ম চারিদিক।
আগের মত আধুনিকতাহীন আদিম সমাজ নেই,
নেই আর অশিক্ষার অন্ধকার; উচ্ছল আজ পৃথিবী।।
নতুন গান নতুন ছন্দে নতুন কাব্যিক জ্ঞানীদের বিচরণ,
আজ পৃথিবীটা বড্ড আধুনিক কত নব উদ্ভাবিত রং।
চাকচিক্যময় তোমার আমার উর্দি যেন তার প্রমাণ,
যেন পাখির গানও আধুনিক হয়েগেছে নতুন সুরে।।
কিন্তু আমি বলি হে অশিক্ষার গণ্ডি পেরিয়ে আসা,
কুশিক্ষার আচ্ছাদনে বোবা মানষিকতার মূর্খরা।
বন্ধ করো তোমাদের কল্পনার আবেশে কাব্য গড়া,
চেঁপে ধরো ঐ গানের পাখির টুটি শক্ত করে।।
এই পৃথিবীতে কোন গান হবেনা; হতে দেবোনা,
কোন ছন্দের নব উথান হবেনা; সৃষ্টি হবেনা সুর।
যতক্ষণ ক্ষুধার জ্বালা মিটবেনা ঐ পথের কাঙালের,
যতক্ষণ এতটুকু ঠাঁই হবেনা ঐ গেহ হারা অসহায়ের।।
কি হবে তোমার এই ছন্দে কি হবে প্রকাশ আনন্দের,
যদিনা পায় ধুলার শিশু দু'মুঠো ভাত একটু ডাল ঝোল।
প্রেমের কুটিরে আজ আগুন দেব পুড়িয়ে করবো ছাই,
এই পৃথিবীর বুকে ঘর চাই ক্ষুধার বেলায় অন্ন চাই।।
তোমাদের সুশাসন রাজ্যজয় আর রাজনীতির খেলা,
ওসব আর শুনতে চাইনা; কান্না থামাও এই বেলা।
যদি উদর পঁচে কি হবে আধুনিক হয়ে আজ পৃথিবীর,
প্রেমাঞ্জলি কুড়াতে চাই চাইনা বিলাতে কান্না অধির।।
২০-০৩-২০১৭