ছুটে আয়রে জোয়ান মুক্তির মিছিলে,
তুলে তাক্ববীর ধ্বনি চলরে তালে তালে।
ওই যে দেখিতেছি এ পথে উমর খালিদ আলী,
এই পথেই শান্তি এই পথেই দে বক্ষ রক্ত ঢালি।।

ওহে কোর-আনের পানে ফেরা আঁখি,
ভালে কররে ও তোরা কালেমার মাখামাখি।
বাহুতে আছেরে সর্বশক্তি একত্বের,
তাগুত পালাবে পথ নাহি পাবে ঢের।।

ওরে বলি আমি এ কোথা যাস?,
কল্যাণ রেখে কেন এ ত্রাস?।
যে পথে মিলিবে খোদার প্রেম-প্রীতি,
চলরে এক কাতারে ভরাতে দিলে জ্যোতি।।

একই গান একই সুর একই লয় শাহাদাত,
পরশ পেতে স্বর্গ ধামের এই একপথ।
নাহিরে ওরে ভয় হোক মরুঝড় যতবার,
নেই নেই কোন মুক্তি ইসলাম বিনে আর।।

মোরা সেই জাতি ছড়ায়েছি খ্যাতি পৃথিবীর দিকে দিকে,
করেছি মানবতায় বিশ্বজয় সাম্য চিহ্ন বুকে এঁকে।
নহে আজ আর ঘুমের সময় জাগোরে মুজাহিদ,
হাঁকে যৌবন ডাকে মৃত্যু হতে আজ শহীদ।।

২৮-০৯-২০১৬