ওগো মোহাম্মদ সেরা প্রাণ,
তোমার চমকিত নূরে সব হয় ম্লান।
সেই আঁধার মাঝে ছড়ায়েছ জ্যোতি,
সত্যের পতাকা উড়ায়েছ মিথ্যা ভেদি।।

তোমারে ভলোবাসি আমি অন্তর হতে,
মিছে যেন সব পেয়ে তোমায় দুনিয়া আখিরাতে।
যেদিন ওগো তৃষ্ণায় ছুটিব দিক-বিদিক,
দিয়গো খোদার রহমে তব হাতে কাউসরিক।।

আমি জানিনা কিছু বুঝিনা ওগো চাই তোমায়,
ওগো হে মোস্তফা মোর ভুলিও না আমায়।
তুমি ওগো বলে দিও খোদা তা'য়ালারে,
আমি ভিতু নাহি শক্তি দাঁড়াতে শেষ বিচারে।।

চাই আমি সঙ্গ তোমার পর জগতে,
রাখিও মোরে তোমার পাশেরও উম্মতে।
বড় সাধ জাগে দেখিতে তব নূর মুখখানি,
ওগো ফিরায়োনা মোরে তুমি কোমল জানি।।

আমি ধন্য ওগো তোমার জন্য,
করিনা পরোয়া মৃত্যু যেন তুচ্ছ নগণ্য।
যেন হই ওগো তোমার দলের সকলের সাথী,
নাই কিছু চাওয়ার কাছে টেনে নাও এই শুধু আরতি।।

২৮-০৯-২০১৬