হে বিভু দয়াময় রহিম রহমান,
গাই যেন শুধু তোমারই গান।
যেন তোমাতেই খুঁজি আশ্রয় শান্তি নীড়,
তোমারই চরণে যেন হে খোদা হই স্থির।।

তুমি দিয়েছ মোরে কত যে নেয়ামত,
কত রং কত ফুল ফল কত আপন সম্পদ।
দিয়েছ তুমি মোহাম্মদ নামে সেরা রাসূল,
শোকর গুজার হতে তব না যেন হয় ভুল।।

মমতার সিন্ধুসম দিয়েছ তুমি মা,
ব্যথার প্রকাশ যে পিতার কাছে দিয়েছ তা।
ভাই বোন তুমি মোরে দিয়েছ এজগৎ ভরি,
প্রেম প্রেম ভালোবাসার নেইতো কোন জুড়ি।।

তোমার ওই নামে জাগে রবি-শশী,
পাখি গাহে গান স্তুতি করে বলে ভালোবাসি।
ওহে মহান ওই নদী জলের মত যেন,
তোমারই দেয়া গানের বীণাতে সুরে বহি হেন।।

তুমি ধরণী দিন-রাত সবার প্রভূ,
নাহি যেন ভুলি নাহি যেন চলি বিপথে কভূ।
শেষ বিচারের দিনে নাহি কেহ তুমি বিনে,
করিও করিও পার আমি যে গুনাহগার কঠিন দিনে।।

২৮-০৯-২০১৬