তোমার ওই চোখের এক ফোঁটা জল ছুঁয়ে,
আমি মেঘ ছুঁয়েছি।
চোখের পাতার কাজল নিয়ে,
আমি আঁধার মেখেছি।।

তোমার ছায়া উষার পানে অরুণ রাগে,
দেখেছি আমি যেন কল্পপুরের মেয়ে।
ওই দুটি হাতের শিঞ্জণে আমি,
শুনেছি হাওয়ায় ভাসা পরীদের গান।।

ভাবনার অন্তরালে মনের মায়াজালে,
তুমি বিহঙ্গের ওই পাখা আর ছায়াতরু।
যেন স্বপ্নের আবিরে আঁকা,
তুমি প্রেম অনন্ত প্রাণের সকরুণ আহ্বান।।

শতবার শতরূপে তুমি দাও দেখা,
জানা অজানায় তুমি আছ নীলাভ রেখা।
তব শুচি পা দু'টোয় আমি আলতা পরাই,
সুপ্ত স্নেহে মৃদু গানে নৃত্যে যেন মন দিয়ে যাই।।

জগতের মায়া ভুলে রাঙা পদ্ম নদী কুলে,
তোমার ডাক শুনি কাছে পাই তোমায়।
একেলা আঁধার ঘরে সন্ধ্যা পরে তোমারেই পাই,
শান্ত নীরব মনে উচ্ছাস জাগে ভালোবাসি তাই।।

১১-১০-২০১৬