আমি আবার ফিরে পেতে চাই দূর দিগন্তের সীমাহীন পথ,
যে পথ এঁকে বেঁকে চলেগেছে সরষে, ধান বা কাউনের মাঠ পেরিয়ে দূরে।
সবুজ কচি কচি দূর্বাঘাসের বুক মাড়িয়ে আবারো কোনএক শিশির সিক্ত সকালে,
বেড়িয়ে যেতে চাই সন্ধ্যার সোনা রোদের সাথে গোধূলির আধো আঁধার মেখে।।
সেপথের দু'ধারে থাকবে শিমুল আর তাজা তাজা ঝাঝালো গন্ধে ভরা,
নামহীন ফুলের ছোট ছোট গাছগুলি, হালকা বাতাসে দুলবে ঢেউয়ের মত।
কোন এক সঙ্গীহারা কোকিল বেজায় আবেগের গান গাবে ফাগুনের দুপুরে,
ওই শিমুলের মগডালে বসে তার চিরজনমের সাথীকে খুঁজে পেতে।।
ওই পথের গাঁয়ে থাকবে গারোয়ানের গরুর গাড়ির চাঁকার চিহ্ন,
অথবা বৃষ্টির পর ছড়িয়ে রবে গেয়ো বালিকার হাতে ছড়ানো কদমের ফুল।
আবার ফিরে পেতে চাই সেইপথ যেপথের মিলনের সাক্ষী হয়ে থাকবে বৃদ্ধ বটবৃক্ষ,
যার ছায়াতে জুড়িয়ে নেব দেহখানি হাঁটতে হাঁটতে ক্লান্তির পর।।
আরো একটিবার ফিরে পেতে চাই দিঘীর কালোজল গ্রীষ্মের দুপুরে সাঁতারের তরে,
দলবেঁধে ঝাপিয়ে পরতে চাই আরও একটিবার সময়ের হিসেব আর পিছুটান ভুলে।
অথবা আষাঢ়ের বর্ষণে চারিদিক থৈথৈ করা ভরা জলের বুকে,
ভেলা ভাসাতে ভাসাতে বিলের শাপলা, শালুক আর পদ্ম তুলতে ছুটে যেতে চাই আবার।।
আবারও ফিরে যেতে চাই সেই শৈশবের জীবনে হৈচৈয়ের দিনে,
চিন্তার জগতের সাথে যে সময়ে ছিলোনা কোন যোগাযোগ।
যেসময় আকাশের বুকে স্বশব্দে উড়োজাহাজ উড়ে গেলে,
অথবা নতুন চাঁদ উঠলে কিংবা রামধনু আপন রঙে রাঙিয়ে দিলে উল্লাসের বাঁধ ভেঙে যেত।।
আজ জীবনের এই নিরব কোলাহলহীন প্রান্তরেখায় এসে আবারো ইচ্ছে জাগে,
আবারও মনে হয় ফিরে যাই সেই জোছনায় ভরা রাতে রূপকথার রাজ্যে।
স্বপ্নের মত যেদিনগুলো হারিয়ে গেছে সময়ের সাথে দূরে অদৃশ্য কোথাও,
সেইদিন গুলোই আরও একটিবার ফিরে পেতে চাই সময়ের মৃত্যু রচে।।
বোশেখের প্রথম দিনে মাতাল ঝড়ো হাওয়া ধেয়ে এলে কালো মেঘের পিছনে,
ছুটে যেতে চাই আরও একটিবার কাঁচা পাকা আম কুড়োতে।
কাশফুল ফোঁটা শরতের উন্মুক্ত নীলাকাশের বুকে সাদাকালো মেঘের বিকেল,
আরও একটিবার ঘুড়ি উড়ানোর দখিনা হাওয়া বহা সন্ধ্যা চাই ফিরে পেতে।।
রাখালের বাঁশের বাশির সুরে আরও একটিবার মুছে দিতে চাই ক্লান্তি,
তপ্ত দুপুরে আরও একটিবার চঞ্চল হয়ে দৌড়ে যেতে চাই পুরনো টায়ার ছুঁটিয়ে।
ডোবায় ডোবায় ফিরে পেতে চাই আবার বর্ষার প্রথম সকালে ব্যাঙের গম্ভীর ডাক,
আরও একটিবার জল সেঁচে ধরতে চাই পুটি, কই, টাকি বা টেংরা একঝাঁক।।
হে সভ্যতার রাজা, এ নগর চাইনা চিরচেনা সবুজের মাঠ-ঘাট আর অরণ্য চাই,
জীবনানন্দের সেই রূপসী বাংলা আরও একটিবার দেখে চক্ষুকে করতে চাই চিরশান্ত।
নদীর বুকে আবারও চাই যৌবন এ মিথ্যে নগরের লুলোপ বানিজ্য চাইনা,
মায়ের উদার বুকে বাংলার জমিনে ফিরিয়ে দাও আবার হারানো দিনগুলো।।
২২-০৯-২০১৬