আমি দিন চাইনা চাহি ক্ষণ,
আমি দেখা চাইনা চাহি মন।
তুমি চাইনা তুই চাই,
আমি পাইনা কিছু তবুও হারাই।।
সেটা কেহ নয় তা আমি জানি,
আমি নিন্দিত তা আমি মানি।
সেটা পথ নয় ভুলের জলধারা,
জানি সেথা কেহ নেই তবু মিছে পাহারা।।
হাতে হাতে নরম ছোঁয়ায় নরম অনুভবে,
দূরে দূরে ছন্দে নাঁচে যুব শাখে প্রেম রবে।
জানি সে আমার তরে করিবেনা ভ্রমন,
তবু কেন যাই মরে শোকে তার বিহন?।।
হাওয়ায় দোলে নব যুথি সবুজের বনে,
জলে জল মিশে যায় আত্মার বাঁধনে।
আমি শেষ রাতের তারা খোঁজে হলেও নিশাচর,
হবেনা সে কভু মোর রয়ে যাবে জানি শুধু পর।।
চোখের পলকে দহনের জ্বালা মিটিবেনা জানি,
প্রাণের টানহীনে কুহক বলো ডাকে কতখানি?।
জানি কল্পিত সৃষ্টি হবে নাশ কোন এক কালে,
জীবনের মায়া ভুলে পেতে চাই তারে প্রাণে চিরকালে।।
১৯-০৯-২০১৬