ভালোবাসার সংগা খুঁজে যাই,
আহতের মনে ভালোবাসার দাগ পাই।
কি এটা কেমন এটা জানিনা,
তবে বাস্তবতা যা শুনি তা মানিনা।।

একদা সদ্য ফুটন্ত তরুণীর কাছে,
শুধালাম ভালোবাসা কি জানা আছে?।
মুখ ফিরালো ঘৃণার প্রকাশ পেল চোখ ছুঁই,
কিহে শুধালি মোরে নরকের কীট বুঝি তুই?।।

আমি অবাক!
এ পবিত্র মহাশব্দে কেন বিতৃষ্ণা বালিকার,
চোখে মুখে ভয় যেন পরাজয়ে হাহাকার।
আবার শুধালাম!
হে দিব্যকান্তি মেয়ে যাও গেয়ে বলো একিবার,
ভালোবাসার সংগা খোঁজে শুধালাম আবার।।

নয়ন জলে বলিলো মোরে বাঁচিতে চাহি ধরায়,
শুধায়োনা মোরে পায়ে পরি এ পাপনাম আমায়।
কহিলাম বোঝনা তবে ভালোবাসা করে কয়,
এতো স্বর্গ বস্তু সর্বসুখ এতে রয়।।

বলিলো জলের আঁখি দু'খান মুছে,
বুঝিতাম না কোনকালে বেড়াইতাম না খুঁজে।
একদা এক নম্র বালক আসিয়া দেখালো,
দিবা স্বপ্নে প্রেম নামে মন ভুলালো।।

কি জানি এক মায়া আসিল তার প্রতি,
সকাল সাঁঝে তাহারেই দেখি ভাবি তারে অতি।
লুকায়ে ঘরের কাজ নিতে তাহারি খোঁজ,
ছুটিতাম ওই পথে তার দর্শন পেতে রোজ।।

কথা হতো আনিত কিনিয়া চুড়ি মালা ফিতা,
গল্পে গল্পে হাসি আনন্দে কাটিত দিন যথা।
কোন কাজে মোর বসিত না মন তাহারই প্রেমে,
তার মন রাখিতে খোশ রহিতাম দমে থেমে।।

কি জানি এক অনুভূতিতে কাটিতো ঘুমহীন নিশি,
তাহারেই শুধু দেখিতাম বুঝিলাম ভালোবাসি।
কোন একদিন কহিল অনেক প্রেমের পর,
দিবো তোমারে এক অমৃত সুখ যাতে বাঁধে সবে ঘর।।

বুঝিলাম না তার কিছু একতিল কথা,
বিশ্বাস করি মানিলাম তাই পাছে পায় ব্যাথা।
দেখা হলো নিভৃতে যেথায় কেহ নাই,
কাছে আসিলো খুব কাছে বলিলো ভয় নাই।।

তারপর হাত ধরে জোড়ে ফেলিল ভিষম ঘোরে,
ভালোবাসার দাবীতে হইলো সব সঁপিতে তারে।
কেড়ে নিল মোর সব যা ছিলো উন্মুক্ত করে,
আপাদমস্তক দেখিলো বুঝিলো গিলিলো ধরে ধরে।।

পারিলাম না দিতে বাঁধা করিতে চিৎকার,
ভালোবাসি বলে বাধ্য করিলো দিতে সব সৎকার।
কিছুই রহিলোনা মোর সব নিলো কাড়ি,
যাহাকে বলো নবযৌবন হারালাম সর্ব তারি।।

আশা দেখালো ভয় পেয়োনা রবো পাশে চিরকাল,
এরপর হতে দিতাম যতবার খুশি চাহিলে নিষিদ্ধকাল।
আড়ালে আড়ালে হারালাম সব মিথ্যে ভালোবাসার নামে,
তাই এই শব্দ বাজে মোর কানে অভিশাপ হয়ে ধামে।।

হঠাৎ একদিন কহিলো মোরে তুমি বড্ড বাজে,
সতী হলে কি আসিতে কভূ এহেন ঘৃণ্য কাজে।
আকাশ ভাঙ্গিলো মাথায় বলিলাম মিনতি করে,
ঘর নাকি আর বাঁধা যাবেনা দিলো তাই মোরে ছুড়ে।।

কহিলাম আমি ধরিয়া পা!
একি বলিছ তোমারেতো সত্যিই ভালোবাসি,
বুঝালো মোরে এ ভালোবাসা নয় আমিই সর্বদোষী।
একি হলো মোর!
সব তারে উজাড় করিয়াও পারিলাম না রাখিতে ধরি,
ছুটে চলিল নব্য ফুলে নিতে স্বাদ নব ভ্রমরের বেশ ধরি।।

ভালোবাসা বলো? একি তবে নরকের না?
কেমনে ইহা সুখের কারণ বুঝাওনা?।
জবাব ছিলোনা মোর ফিরিলাম পিছন পথে,
এযে দেখি দেহের মেলা পবিত্র পাবো।কোথে?।।

এমনি করিয়া কতশত অবলার ঝরিছে আঁখি,
ভালোবাসা নেই ভালোবাসা নেই সব যেন আজ ফাঁকি।।

১৫-০৯-২০১৬