করিলাম শুরু নামে আল্লাহ মহান,
করুণা আর দয়া যার পরম অফুরান।
বল হে নবী,
আমি আশ্রয় করি প্রার্থনা প্রভাতের রব কাছে।
এমন কিছু হতে যা অবাঞ্ছিত তার সৃষ্টি মাঝে।
যখন রাত্রি আসে ঘিরিয়া আঁধার অনিষ্ঠ সাথে লয়ে।
সেই ক্ষতি হতে আশ্রয় চাহি যা করে যাদুকর ফুৎকার দিয়ে।।
আরও আশ্রয় চাহি আমি মোর খোদা পরে,
হিংসুকের খারাপ হতে যখন সে হিংসা করে।।
০৪-০৩-২০১৭
(সূত্রঃ আল-কুরআন, সুরাঃ ফালাক্ব, আয়াতঃ ০১-০৫)