করিলাম শুরু নামে আল্লাহ মহান,
করুণা আর দয়া যার পরম অফুরান।

বল হে নবী,
আশ্রয় যাচি আমি মানুষের রব পানে।
মানুষদিগের এক সে বাদশা জনে।
মানবজাতির মা'বুদ যিনি প্রকৃত জ্ঞানে।
আরও যাচি পানাহ্ হইতে ধোঁকা শয়তানে।।

যে আসে দেয় ধোঁকা বারেবারে,
দেয় কুমন্ত্রণা মানুষের অন্তরে।
হোক সে অদৃশ্য জ্বীন মাঝে কেউ,
হতে মানুষের মাঝে এমন আছে যেও।।

০৩-০৩-২০১৭

(সূত্রঃ আল-কুরআন, সুরা নাস, আয়াতঃ ০১-০৬)