একটি গল্প বলবো আমার,
একটি গল্প বলবো নিন্দিতের।
কবিতা শুনাবো আমার,
গান গাইবো নিন্দিতের।।

আমি আমার প্রকাশে নিন্দিত,
আমার ছায়ায় আমি অভিশপ্ত।
প্রতিটা কথামালা অশ্রুফোঁটা,
প্রতিটা নিঃশ্বাসে অবিশ্বাসের গন্ধ।।

আমার বিচরণ আমার পদক্ষেপ,
আমার চাহনি সব বিষময় বিষোর্ধ বস্তু।
অগ্নিময় দেহ আমার,
চির ঘৃণিত পথের পথিক আমি।।

আমি বসন্তহীন চির রুগ্ন খা খা করা চৈত্র,
এক পশলা ঝিরিঝিরি বৃষ্টির চির প্রতিদ্বন্দ্বী।
উত্তাল তরঙ্গের আমি অচেনা ঢেউ ধ্বংসের মূর্তি,
নিশীথ রক্তের রং আমি চির ঘৃণিত নিন্দিত।।

মায়ার বিপরীতে আমি জ্বালাময় প্রাণের আকুতি,
মৃত কঙ্কাল অদৃশ্য ছায়া অন্ধকারের উল্লাস।
আমি সভ্যতায় মিশিতে ব্যর্থ লুপ্ত ললাটের কান্না,
কর্মহীন সংহারক আমি পরাজয়ের বানে ভাসা।।

সকলের দৃশ্যমান প্রেমসুখে আমি ঈর্ষার ঝরা ধুলি,
রাঙা বৈকাল আমি নই গোধুলির আধো আলো-আধারের সমীকরণ।
আমি কুকিলের গান অথবা রাখালের বাঁশির সুর নই,
আমি বাজপাখির কর্কশ কণ্ঠ হিংস্রতার নখথাবা।।

প্রতিটা প্রাণ হতে চোখ আমায় দেখে হাসি হাসে কৌতুকের,
আমি বেমানান এই রঙিলা নাওয়ের যাত্রীদেরমাঝে।
আমি এ ধরার বুকে চির অভিশাপ,
মোর শিরায় উপ-শিরায় পাপ আর পাপ।।

১৩-০৩-২০১৬