তবু এসেছিলে তুমি,
না চাহিতেই পেয়েছি দেখা।
ভাবিনি ক্ষণিকের তরে পাব আমি,
অজানা সুখে ভাসাবে করে যাবে একা।।

তবে কেন চলে গেলে ভুলিয়ে গেলেনা,
রেখে গেলে মায়ার স্পর্শ।
হারিয়ে গেলে কোথায় সাথী করলেনা,
একা বড্ড একা করে আমায় হলে অদৃশ্য।।

ভাবনায় ছিলেনা তুমি,
বড় অচেনা অজানা কেউ।
তবু তোমার কথা আর ছোঁয়া,
মনে হয় যেন তুমি চির জনমের পাওয়া।।

তবে কেন এ সুখ অল্পতেই হারিয়ে গেল,
হারালাম তোমায় না পেয়েই পূর্ণরূপে।
শুধু তোমার ছায়া রয়ে গেল,
তুমি চলে গেলে দূরে অদৃশ্যে সপে।।

ফিরে এসো তুমি আবার হয়ে আমার,
এই দেখা করোনা শেষ দেখা শেষ কবিতা।
ফিরে এসো ফিরে এসো স্পর্শ চাই শুধু তোমার,
তোমার ওই হাতে রেখে হাত সাঁজাবো কাব্যের প্রতিটা পাতা।।

১৫-০৯-২০১৬