একি দিলেগো মোরে,
সিক্ত হই শিহরণে বারেবারে।
কিগো ছোঁয়া এ তোমার,
মনে অনন্ত সুখ জাগে আমার।।

একি জল তুমি ঝরাও,
হাতের বুকে হাত বাড়াও।
মধুবনে পথ ভুলি,
তোমার নেত্রে অভিসার চলি।।

জোছনায় আকাশ আলোড়িত,
চন্দ্র সুভাস ফুলের যত।
উড়ে উড়ে যায় জোনাক প্রজাপতি,
গন্ধে আকুল প্রেমগীতে ব্যাকুল মনোমতি।।

বীণা বাজে নব সাঁজে কানন,
প্রেমাংশু দিলে মোরে সত্যপ্রবণ।
অমৃত হলো হিয়া মোর,
প্রেমের বাঁধনে বাধিলা গো।।

১০-০৯-২০১৬