সেই কবে যেন মাকড়শার জালের মত স্বপ্ন বুনে ছিলাম হৃদয় নীড়ে,
কি যেন পাবার তীব্র আকাঙ্খা ছিল শত হতাশার ভীরে।
একটা কি শক্তি যেন বারবার নিজেকে জাগিয়ে দিত উচ্ছস্বিত করতো,
যেন নজরুলের বলা সেই ভরা যৌবন পুরোটাই পেতাম।।

বৈশাখি ঝড়ের মত উন্মাদনা রক্তের প্রতিটি কণায় বিরাজ করতো,
নিজেকে বিদ্রোহানলে পুড়িয়ে জ্বালিয়ে ইস্পাত সমান দৃঢ় করেছিলাম।
পুরো পৃথিবীটাকে শুধুই নিজের মনে হত প্রতিক্ষণে,
কোথাও এতটুকু পিছপা হবার মানষিকতা লুক্বায়িত ছিলোনা।।

এই কঠোর তীব্র বাসনা নদীর তীর হঠাৎ করেই ভেঙ্গে গেল,
জীবনের আকস্মিক অবসাদ অক্টোপাসের মত চেপে ধরল আমায়।
তখন আশাগুলো মরিচিকা হতে লাগলো হয়ত না পাওয়ার ক্ষোভে,
ব্যর্থ আর হতাশার বীজ বপন হয়ে গেল অজান্তেই হয়ে গেল স্বপ্নের মৃত্যু।।

১৩-১০-২০১৫