কে তুমি, রয়েছ কোথায়, কেন পাইনা তোমায় দেখিতে?
অজানা তুমি রয়েছ তবু হৃদয়বৃত্তে, আঁধারে ভাসাই ছীপ নৌকা তোমারে খুঁজিতে।
দেখিতে তোমায় চলি সম্মুখ পানে ঢেউ ভেঙ্গে উজানে উজানে,
পরশে তোমার শিহরণ লোভে কতযে পুড়ি সর্বক্ষণে।।
তোমারই ভাবনায় একাকী আঁধারে জেগেছি কতযে রাতে,
তবু তুমি চলো তোমারই পথে মোরে সঙ্গী করোনা সাথে।
অবুঝ নির্ঝর তুমি বোঝনা মোরে শোননা আর্তি দেহমন জুড়ে কত যে যায় তরে,
রজনী আমার স্বপ্নহীন দিনের আলো নিভে যায় রয়ে যায় দূরে।।
(নির্ঝর আমার কল্পিত চরিত্রের নাম বাস্তবে এখনও তার অস্তিত্ব হয়ে উঠেনি)
০৫-০৮-২০১৬