মা'গো তোর শেখানো বুলি,
মোরা যেন কভু না ভুলি।
সেই তরে বিলিয়ে তাজা তাজা প্রাণ,
রেখেছি মা'গো বাংলা ভাষার মান।।
এ ভাষায় যে মোর প্রাণ জুড়ায়ে যায়,
মনের আবেগ মুক্তি খুঁজে পায়।
সেই কবে থেকে ডাকছি তরে তর শেখানো সুরে,
বাংলা যে মা সবচে মধুর দেখেছি তামাম ঘুরে।।
যদিগো মা তুই পারিসনি দিতে সমগ্রেরই ভোগ,
দিয়েছিস তুই বাংলা আমায় হৃদ মাঝারে সুখ।
যা চায় এ মন যেই সে ক্ষণ বাংলায় তাহা চাই,
ভিনদেশী ওই সাদা ভাষায় তা না কভু পাই।।
২১-০২-২০১৬