হিমেল হাওয়ার বিদায় বেলা শাখে শাখে যেন ফুলের মেলা,
স্পর্শ হৃদে সারাবেলা জাগে আজি সুখের দোলা।
নব সবুজের নব আবেগে প্রানে প্রানে আবেশ জাগে,
মিষ্টি সুরে কুকিল গাহে প্রেম প্রণয় আর অনুরাগে।।

চেয়ে দেখো তুমি চোখটি মেলে কৃষ্ণচূড়া সেঁজেছে লালে,
কলমি ফুল আর জবা মিলে দিয়েছে তাদের ঘোমটা খুলে।
বাতাবি নেবুর গন্ধ ছড়ে মন দিচ্ছে মাতাল করে,
আমের মুকুল পরছে ঝরে উঠুনের ওই সবটা জুড়ে।।

মৌ ছুটেছে দূর পানে ওই সে ফুলের আমন্ত্রণে,
কালো ভোমর গুনগুনিয়ে যাচ্ছে ছুটে গোলাপ টানে।
সবুজের আজ সমারোহ চারিদিকে সব রঙ্গিন,
সর্বক্ষণে মেতে থাকো আজ বসন্ত দিন।।



১৩-০২-২০১৬