আমি জ্বলবো আপন মনে যতটা ইচ্ছে হয় আমার,
দূরের উল্লুকের মত উৎ পেতে থাকবোনা সূখের আশায়।
বিদঘুটে আঁধারের মাঝে ডুবিয়ে দেব নিজেকে পুরোটা,
আমি জ্বালিয়ে দেব জীবনের সবটা।।
আমি হিমেল বাতাস চাইবোনা কখনো,
যদিও নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়।
যদিও রোদ্রের প্রখর তাপে প্রাণ উষ্ঠাগত হয়,
তবুও আমি প্রয়োজন মনে করবোনা এতটুকু পিপাষার জলের।।
আমি তখনো পরে রব নিতান্তই নির্বোধের মত,
যখন আসমান সম অট্টালিকায় বাসা বাঁধবে সবে।
পাখিগুলো সকালে চিৎকার চেচামেচি যতই করুক না কেন,
আমি জাগবোনা মাতাল হয়ে ঘুমের দেশেই রয়ে যাব।।
আমি হেমন্ত বসন্ত বর্ষার কোন প্রয়োজন মনে করিনা জীবনে,
আমি কোন আশাই রাখিনা পাওয়ার জন্য তিলমাত্র এই ভূবনে।
আমি হিসেবের খাতায় অংক কষিনা কি পেলাম; না পেলাম তা নিয়ে,
আমি শুধু কষ্টের তীব্রতায় জ্বলবো আপন মনে।।
১৫-১০-২০১৫