তুমি কাছে এলে বেদনা মধুর হয়ে যায়,
তুমি হাসলে গানগুলো সুর খুঁজে পায়।
তোমার চোখ যদি কভু মোর চোখে চাহে,
পুরো পৃথিবী আমার রঙিন লাগে বর্ষণ আসে মৃত প্রাণদাহে।।

হাত বাড়ালে তুমি পথ খুঁজে পাই অনন্ত দিনের,
কথা দিলে তুমি পাই বাঁচার ইচ্ছা শক্তি সর্বজীবনের।
যদি তুমি ছড়িয়ে দাও তব আঁচল মেঘসম,
যেন ধরার বুকে নেমে আসে ভূমি বিস্তর স্বর্গধাম।।

পেলে স্পর্শ তোমার স্পন্দনে স্পন্দনে হর্ষ জাগে,
আদরে তোমার বিকশিত হয় হৃদের চাওয়া নব অনুরাগে।
তোমার ওই কলকল সুরে কাব্যবৃত্তি হলে,
যেন কর্ণে মধু ঝরে সুধা পাই আঁধারে বিরলে।।

শুধু স্বপ্নেই হয় সম্ভব; কেন পাইনা বাস্তব দিনে?,
অধীর আমি নিরন্তর; বাঁচিতে চাহিনা তুমি বিহনে।
আঁকি বারে বার বৃত্ত; করে মধ্য বিন্দু তোমায় ঘিরে,
খুঁজে ফিরি ক্লান্ত আমি শূণ্য প্রনয়ে; পূর্ণতা দাও নির্ঝর মোরে।।

(নির্ঝর আমার কল্পিত চরিত্রের নাম বাস্তবে এখনও তার অস্তিত্ব হয়ে উঠেনি)

২৩-০৬-২০১৬