তুমিতো আগুন দেখেছ নিশ্চয়ই; অনেক কাছ
থেকে,
তাপও পেয়েছ আলোও পেয়েছ জ্বলতে ও
জ্বালাতেও দেখেছ।
তবে প্রশ্ন করোনি কখনো কেন সে অমন
হিংস্র,
কাঠ-খড় সব গিলে ছাই করে উন্মাদ খ্যাপার মত।।
যারা পাড়ের সৌন্দর্য দিলো বসতি গড়ে প্রাণের,
দেখোনি কি? তাদেরই সর্বস্ব কেড়ে নেয়
নদীর জল।
কিন্তু প্রশ্ন করোনি কেন সে অমন মায়া-
প্রেমহীন ধ্বংস,
গভীর অতল বুকে প্রচন্ডতা জাগিয়ে কেড়ে
নেয় সব।।
দেখেছ ঝুমুর ঝুমুর ছন্দের বৃষ্টিতে বজ্রপাত
কতটা ভয়ের,
গগন বুকে আঘাত হানে অট্ট শব্দে কাঁপায় পাহাড়।
তবে প্রশ্ন করোনি তুমি কেন সে এতটা অপয়ার
রূপ দিয়েছে,
কেনইবা ঝড়ের মত নিজে হয়েছে প্রাণ সংহারক।।
শুধুইতো আকাশের তারা দেখে মুগ্ধ হয়েছ গান
গেয়েছ,
আবার উল্কা ছুঁটলে তালি বাজিয়ে উচ্ছাস করেছ।
তবে প্রশ্ন করোনি কেন সে ঝরে পরলো
আপন স্থান হতে,
পৃথিবীর বুকে আছড়ে পরে চিহ্ন মুছে দিলো
শহর ভূমির।।
ফুটন্ত গোলাপ হাতে নিয়ে শুধু ঘ্রাণই নেওনি,
প্রিয়তম প্রিয়তমার জন্য উপহার করেছ প্রেমের
কালে।
তবে প্রশ্ন করোনি কেন যায় মরে যায় কেন
ঝরে,
কেন সে শুকিয়ে স্থান পায় পায়ের নীচে ময়লা-
স্তুপে।।
আমি বলি অনেক দেখেছ আরো দেখার অনেক
আছে,
তবে শুধু দর্শন নয় প্রশ্ন করে দেখো এদের
অনুভূতির কাছে।
কেন বেদনে পরিণত হয় সুর কি লুকানো
অগোচরে,
বলবে ওরা যেন একসাথে ভালোবাসার রিক্ততা
তাদের এমনটি দিয়েছে করে মায়া গেছে মরে।।
২০-০৮-২০১৬