আমার এ দু'টো হাত যদি তোমার স্পর্শ না পায়,
তোমার মনকে যদি আমার মন ছুঁতে না পারে,
তবে আমার দু'টো হাতের সাথে মনটাও অর্থহীন।।
তোমার চুড়ির ঝনঝন শব্দে যদি ঘুম না ভাঙ্গে,
অথবা তোমার গানে যদি মুগ্ধ হতে না পারি,
তবে আমার শ্রবণের জন্য কর্ণদ্বয় যথার্থ নয় পুরোটাই অর্থহীন।।
যখন তুমি কাছে আসবে বুকের অনেক কাছে,
তোমার আলিঙ্গনে যদি কম্পিত না হই স্পন্দন যদি ঘন না হয়,
তবে আমি মৃত আমার হৃদযন্ত্র অকেজো অর্থহীন।।
স্নানের পর যদি তোমার চুলের মিষ্টি গন্ধ না পাই,
অথবা বেলা পরে পরে এলে তোমার দেহ-ক্লান্তির গন্ধে আকুল না হই,
তবে বুঝে নেব ঘ্রাণের কোন শক্তি আমার নেই এও অর্থহীন।।
তোমার তরে রচিত কবিতা যদি তুমি হৃষ্টচিত্তে গ্রহণ না করো,
যদি আমার চোখ দু'টো তোমাকে সত্যিই খুঁজে না পায়,
তবে নিশ্চিত আমি আমার জন্ম; কর্ম; কাব্য; সব ব্যর্থ অসার অর্থহীন।।
২৫-০৮-২০১৬