আমি বঞ্চিত পৃথিবীর সেরা সুখানুভূতি থেকে,
স্পর্শহীন কারো প্রাণের প্রথম ছোঁয়া হতে।
কারো মনের প্রদীপ জ্বালানোর অধিকার পেতে,
কারো চোখের প্রথম দৃষ্টিনন্দন হওয়া থেকে।।

কারো হাতের প্রথম গোলাপ হতে আমি বঞ্চিত,
পারিনি কারো চিঠির প্রথম প্রিয়তমেষু হতে।
স্বপ্নে কারো প্রথম কল্পনা হতে আমি পারিনি কভূ,
কেউ আমাকে তার প্রথম গলিত স্পর্শ দেয়নি মনের।।

ফাঁগুনের কৃষ্ণচূড়া রঙে লাল আভা ছড়ানোর দিনে,
পথ ধরে প্রথম শাড়ি পরে কেউ আসেনি মোর পানে।
কারো নুপুরের ছন্দে আকুল হয়ে আমি শিহরিত হইনি,
কেউ জাগায়নি আমাকে ধমকের সুরে প্রভাত ভোরে।।

যখন সন্ধ্যা নামে একটিবার দেখার আকুতি কেউ করেনি,
একা একা ক্লান্ত হয়ে ফিরেছি বাড়ির পথে হেঁটে।
ওইযে দু'চোখের কাজল তা কেউ পরেনি মোরে দেখাতে,
ভোলাতে চায়নি কেউ সব যন্ত্রণা প্রথম ভালোবেসে।।

দু'হাতে কাঁচের চুড়িতে কেউ সাঁজেনি প্রথম বারেরমত,
কপালে নীল বা লাল টিপ কেউ আমাকে দেখাতে আটেনি একটিবারও।
প্রেমের ছন্দময় কবিতা; গান কেউ শুনায়নি আমায়,
কেউ তার প্রথম স্বর্গের স্বপ্ন আঁকেনি আমায় নিয়ে।।

যখন রাতে ঘুম আসেনা আধারের সাথে মিতালি করি,
তখন কেউ বলেনি এসো আমরা গল্পে মাতি।
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলে ভীত হয়ে ঘেমে যাই,
কেউ বলেনি ঘুমাও আছিতো পাশে ভয় নাই।।

কারো আদরের প্রথম নামে ভূষিত হইনি আমি,
অমূল্য হতে পারিনি কারো কাছে কোন কালে।
সামান্যে ভুল হলে কেউ ঝগড়া করেনি,
শাসায়নি কেউ নিজের বাধ্যের মত করে।।

কেউ তার চুলে হাত বুলানোর অধিকার দেয়নি আজও,
পলকহীন দৃষ্টিতে কেউ দেখেনি আমায় সামন্য সময়ে।
কেউ বলেনি তোমার জন্যই নিজ হাতে রেঁধেছি ডাল মাছ,
কারো হাসির কারণ হইনি কারো প্রথম অশ্রুর দোষী হইনি।।

জানি কারো প্রথম স্বপ্ন বালক হওয়া হবেনা আমার,
নিন্দিত আমি ভালোবাসা অনেক দামী তাই।
তবে চাঁদকে দেখতে তার আলো মাখতে দোষ নেই যেমন,
অযোগ্য হয়েও বসে আছি অপেক্ষায় হতে কারো প্রথম মিলন।।

২৫-০৮-২০১৬