তব মধুময় কণ্ঠে যে মধুময়তা ঝরিয়া পরে অঝোর ধারায় সুধা হয়ে,
আমি অনন্তকাল সেই সুধা পানের তরে হেঁটেছি বহুপথ বহুদেশ পারি দিয়ে।
অধির হইয়া অপলক দৃষ্টে শুধু চাহিয়াই রহিনা নিঃশ্বাসের শব্দ আমি পাই,
শুনাও মোরে তোমার গান প্রেমের ছন্দে সুরে যেন মোর ক্লান্তি নাই।।
মোর জনমের হিসাব মিলাতে ব্যর্থ হইবো যদিবা তুমি থামাও তব গান,
ওই গান শুধু নয় গান জীবনের তরী টানার শক্তি উচ্ছসিত অবদান।
সকালের গান দুপুরে হারায় দুপুরের কুহক সন্ধ্যায় নাহি পাই সুর থেমে যায়,
তোমারে আমি সকাল সাঁজে প্রতি স্পন্দনে স্পন্দনে চাই গান শুনিবার তায়।।
হয়োনা তুমি বিরক্তের কারণে ক্লান্ত স্থীর মলিন বদনে রেখোনা চিহ্ন,
কে আছে মোর আর তুমি ছাড়া যাহার স্বাদ নিতে ছুঁটিয়া যাই তব স্বাদ ভিন্ন।
এই মোর দুনিয়া একিমাত্রে তোমার তরে একটি মাত্র সূর্য চন্দ্র রয়েছে আকাশের বুকে,
ছেড়ে যেতে নয় সর্বদা পাশে পাশে অতি কাছে একটি মাত্র তোমার হয়ে রহিতে চাই সুখে দুখে।।
ফিরায়ে দিয়োনা তুমি মোরে করে ব্যর্থ অসার নিথর বরফ করে মরণের তরে,
তবে মোর রবেনা'কো কিছু জীবনের কারন হারায়ে যাবে শির টুটে রবো ঠাঁয় পরে।
শুধু বিধাতাই জানে মোর মনও না জানে কতখানি প্রাণের প্রিয়া তুমি মোর নির্ঝর,
শুধু তোমারই গানে তারা ফোঁটে মোর মনের গগনে তুমিও জানবে দেখবে যদি না ভাবো পর।।
(নির্ঝর আমার কল্পিত চরিত্রের নাম বাস্তবে এখনও তার অস্তিত্ব হয়ে উঠেনি)
২৩-০৮-২০১৬