ঝরিছে শিশির ঘাসের বুকে ফুঁটিছে ফুল নবশাখে,
গাহিছে বিহঙ্গ মধুময় গান খুলে নিজ প্রাণ।
চেয়ে দেখো পূব আকাশে জাগে ভানু নব আশে,
দেখো উড়ে মেঘের ভেলা গন্ধে ভরা মুক্ত বেলা।।

বলোনা একবার এই রং-তুলি মহা ছবি কার?
কার এই নিপুণ ছোঁয়ায় তমশা কাঁটে ধরা আলো পায়?
নদীর বুকে খেলা করে ঢেউ মাঠে দোলে ধানের শীষ দেখনি কেউ?
কে দিলো কে দিলো এই স্পর্শ সুন্দর সর্ব শীর্ষ?

হালকা শীতল বায় মন প্রাণ স্নিগ্ধ শীতল করে যায়,
রঙের মোহিত ডানা মেলে প্রজাপতি উড়ে উড়ে চলে।
কোলাহলে ধীরে বহে প্রাণ কত সব অমূল্য দান,
ঝরে বৃষ্টি ভাঙ্গে মেঘ ক্ষণেই শূন্য সাদা নীল দেখ।।

আয় আয় ছুটে কোর-আনে রাখ চোখ সত্যের পানে,
দেখায়ে গিয়াছে মরু পুরুষ অচেতনরে দিয়া হুশ্।
এসব যা দেখো যা আছে অগোচরে যাহা ভাব ভাবিতে যা ব্যর্থরে,
শুরু হতে শেষ অনন্ত যিনি রহিছেন আরশে আল্লাহ তিনি।।

২০-০৮-২০১৬