নিয়তি ভুল করে আমার ভুল করে ভুলের কাছে নিয়ে যায়,
ভুল করে সুখের পথ দেখাতে ভুল করে আপনজন চেনাতে নিয়তি এখানে অসহায়।
কখনো নিজেকে যদিওবা সুখের জন্য প্রস্তুত করেছি সুখকে উপভোগের প্রলাপে,
তখন নিয়তি আমার ইর্ষার দোহাই দিয়ে বলেছে সুখ নেই এপথে মরবি তবে অনুতাপে।।

নিয়তিকে আশীর্বাদ ভেবে মেনে নিয়েছি বরণ করেছি যা নিয়তির নির্ধারণ করা,
তারপর অন্তত নিয়তির গানের বন্ধনার পরিতোষও পাইনি যেন নিয়তিই ঝরে পরা।
অসম্ভব সুন্দর আর ধৈর্যের সাফল্য গাঁথা নিয়ে আবার হাজির সম্মুখে,
ব্যর্থতাই সফলতার প্রাথমিক ধাপ বলে নিয়তি নিয়েছে মোরে প্রতিক্ষে।।

আমি বলি নিয়তি ভুল করে অথবা সৃষ্টিকর্তা আমার উপর জুলুমের প্রকাশ আনে,
তবে তিনি দয়ালু নিয়তিকে তার নামের সাথে মেশানো নিষিদ্ধ করেছেন ভূবনে।
যদি এ নিয়তির ভরসা সমৃদ্ধি সুখ আর নিশ্চিত সূর্যের মত দৃঢ় হতো,
তবে বিচার দিবসে নিয়তি ও এর আস্থাভাজন সম্মান পেতো।।

কিন্তু অসমমাত্রায় নিয়তি কারো সহায় হয়না বলে নরকে যাবেনা,
অথবা এসব ঘটনাকে দূর্ঘটনা বলে বিচার হবেনা।
কেন নিয়তির এই মহা শত্রু শত্রু খেলা,
আমি সকালের আশে ঘুম জেগে দেখি নেই আজি বেলা।।

আমি চাহিনা হে ক্ষণকালের সুখ ছোঁয়া আবেশ,
পারলে আমায় চিরকালের তরে দাও সুখ দাও সমতার বাণী অশেষ।
আমার নিয়তি আমাকেই গড়তে হবে যা আছে তা মিথ্যা কথা,
আমি নিয়তিকে দূরে ঠেলে নয় নিয়তির স্বরূপ তুলে ধরি তুলে ধরি তার বাস্তবতা।।

২৩-০৮-২০১৬