ওগো তুমি নির্ঝর ঝরে যাও কলকল হাসিতে হাসিতে,
তোমারেই আমি পাইতে ব্যাকুল মনের ক্ষত দূরিতে।
তোমার ওই চোখে দেখিয়াছি আমি প্রেমের শান্ত ধারা,
পেলে তোমারেগো পূর্ণতা পাবে শূণ্য মন সর্বহারা।।

তোমারই মাঝেতে রয়েছেগো মোর সর্বকালের সর্বসুখ,
রুগ্ন হৃদয়ে সজীবতা আনিবে জানি মুছিবে ব্যর্থতা দুখ।
তুমি মোর অন্দর মন্দিরে আসনে বসিবে দেবী হয়ে,
স্বর্গের আমি সবটাই খুঁজিগো চিন্তা মগ্নে তোমারে লয়ে।।

তুমিতো জানোনা এ হৃদয় জমিনে বহিছে কতটা খড়া,
কেমনে রহিব কেমনে সহিব জ্বালা নির্ঝর তুমি ছাড়া।
নহেগো আর দূরে দূরে কাছে এসো আজি কাছে,
তোমারই তরেতে এ হৃদয় মোর আর নাহি কিছু আছে।।

ওগো নির্ঝর তোমারেই আমি শুধু ভালোবাসি তোমারেই করিগো যাচনা,
প্রখর চৈত্রে ঝরে যাওগো তুমি এনে দাও ভারি মোহনা।
ভাবিতে আমি ব্যর্থ তুমি ছাড়া হীনঅর্থ মোর দেহ মন প্রাণ,
কোথায় তুমি ঝরিছ কার বুকেতে গাঁথিছ প্রেমগীত হওগো শুধু মোর তরে দান।।

এ জগৎ তুচ্ছ নিন্দ তোমার বিহনে নিঃস্ব আমি জানে জানে অন্তর্যামী,
তুমি মোর কাছে নও শুধু মানবী নির্ঝর তুমি দেবী সম সম্পদ দামী।
পারছিনাগো সহিতে আর তোমা বিহনে রুক্ষ এ মন নদী পার,
এসো এসো ওগো নির্ঝর কাছে থেকোনা দূরে আর।।

(নির্ঝর আমার কল্পিত চরিত্রের নাম
বাস্তবে এখনও তার অস্তিত্ব হয়ে উঠেনি)

১৪-০৮-২০১৬