কোথায় তুমি আছ নির্ঝর কোন আঙ্গিনায় বসত করো,
কার চোখেতে ছবি আঁকো কার সুরেইবা গান ধরো।
কেগো তোমার পথের ধারে তোমায় দেখে মুচকি হাসে,
কার জন্য মালা গেঁথে ছুটে চলো কার আশে?।।
তোমায় খুঁজি নিরুদ্দেশে নামের গান আর কবিতা রচে,
তোমায় নিয়ে স্বপ্ন সাঁজাই তোমার তরেই রইগো বেঁচে।
হয়োনা তুমি অন্য কারো বিলিয়োনা প্রেম অন্য বুকে,
আমায় প্রথম প্রেম করে অনন্তকাল ভাসাও সুখে।।
মোর এই মিনতি রইলো শুধু এই মিনতিই রেখো,
অন্যকারো স্বাধের স্বপন নাইবা কভু দেখো।
আমার তরেই ঘুমের পরে খোলো আঁখি খোলো,
আলতা রাঙা পায়ে কুসুম ভোরে শিশির বুকে আমার সাথেই চলো।।
(নির্ঝর আমার কল্পিত চরিত্রের নাম বাস্তবে এখনও তার অস্তিত্ব হয়ে উঠেনি)
১৭-০৮-২০১৬