যদি প্রশ্ন না করেই তোমার প্রিয় কোন ফুল আমার প্রিয় বৃষ্টি ভেজা কদম্বগুচ্ছ নিয়ে আসি,
তুমি গ্রহণ করবে নাকি নিজের আলাদা পছন্দের দোহাই দিয়ে ছুড়ে ফেলে দেবে...?।
যদি কোন কারণ ছাড়াই মিথ্যে অযুহাতে হাত বাড়াতে বলি,
তবে কি আমার হাতে তোমার হাত রাখবে নাকি ভয়ে আর অবিশ্বাসে দূরে সরে যাবে...?।।

যদি তোমার শত কাজের ভীরেও একটা কবিতা শোনাতে চাই প্রেমের কবিতা,
তবে কি শুনতে আগ্রহ দেখাবে নাকি আমাকে দেয়ার মত বাজে সময় নেই বলে,
পরবর্তী সময়ের জন্য সাবধান করে দেবে যাতে ভুলেও এমনটি না করি...?।।

আমি যদি খুব ভোরে সূর্যের আলো স্পষ্ট না হতেই তোমায় মিষ্টি সুরে একটা গান গাওয়ার আবদার করি,
তুমি কি শুনাবে প্রণয়ের গান নাকি শান্ত সময়কে আরও অশান্ত না করতে চেয়ে ঘুমিয়েই রবে...?
বালিকা! কখনো যদি তোমার চোখের দিকে তাকিয়ে একটু প্রেম নিবেদন করি,
তবে কি চোখ বুজে রইবে নাকি তুমিও আয়নার মত প্রতিশোধ নেবে...?।।

আমি জানিনা বলেই যদি নিজের কষ্টগুলো আড়াল করে রাখতে চাই,
তুমি কি একান্ত অনুরোধকারী হয়ে পুনরায় প্রশ্ন করবে নাকি না বললে নাই বলে অন্যমনস্ক হবে...?
বেশি কিছু নয় শুধু চাই ভালোবাসার অনুভূতির সবটা তোমার সাথে ভাগ করে নিতে,
আর তোমার ভালোবাসার জমিনে বিচরণ করতে। তুমি কি দেবে অধিকার?।।

২৩-০৬-২০১৬