বাংলা আমার হৃদয়ে খুঁজে পাই,
পাই রবি নজরুল তিতুমীরের ছায়া।
সাথে পাই ফজলুল কথা শেখ মুজিবের ডাক,
ও পাই পদ্মা মেঘনা যমুনা নদীর বাঁক।।

পাই হৃদয়ের মাঝে জুড়িয়ে থাকা,
ও পাই সিরাজদৌলা ভাসানী জিয়ার কথা।
ধানের শীষে সোনালী রোদের হাসি,
নদীর ঢেউয়ের মাঝে শত নৌকার ভাসাভাসি।।

১০-৭-২০০৯

(যতদূর মনে পরে এটা আমার লেখা প্রথম কবিতা)