আজ মালা বদলের দিন আজ মালা বদলের দিন,
চেয়ে রবো নেত্রপানে তোমার মোর নেত্র করে নিদ্রাহীন।
আজ মালা বদলের দিন আজ মালা বদলের দিন,
হাতের স্পর্শে হারায়ে প্রাণ প্রেমময় মনে অমর রবো জিন্দেগীন।।
সম্মুখে দাঁড়ায়ে তুমি লজ্জা লজ্জা হাসি হাসবে শব্দহীন,
আজ মালা বদলের দিন আজ মালা বদলের দিন।
লাল শাড়ী আর টুকটুকে ঠোঁটে বাঁকা বাঁকা রেখা ফুঁটিবে পবনহীন,
আজ মালা বদলের দিন আজ মালা বদলের দিন।।
১৭-০৭-২০১৬