কেগো তুমি ছিলে ? আজও কি আছ তবে সেই হয়ে ?
নাকি ভুলে গেছ ? ভুলে গেছ মোরে নিন্দনীয় ভয়ে ?
তবে আজও তুমি আছ মোর নয়নে নয়নে,
রয়েছ তুমি আগেরই মত মোর হিয়ারো বাঁধনে।।

তুমি কি আজও সময় করে নাও ? সময় করে নাও কাজের ভিরে ?
ভাবিতে আমারে রাতেরি আঁধারে ? মিলিতে চাহকি তিমিরো নীড়ে ?
তবে তোমারি ছবি আজও আঁকি একান্তে হৃদয়ের পটে,
তোমারি ভাবনায় কাঁটে আজও রাত তন্দ্রা নিদ্রা যায়গো টুটে।।

শয়ন কালে কিগো মোরেই শুধু ভাব ? ভেবে ভেবেই দাও কিগো ?
ভাসিয়ে দাও বাতাসে ? ভাসিয়ে দাও ঠোঁটের উষ্ণ ছোয়া ?
তবে আমি আজও শয়নের কালে তোমারেই ছুঁয়ে যাই,
তোমারে ছাড়া মোর এজগৎ ভাবার কিছু নাইগো নাই।।

আজও কি কুড়াও প্রাতে ? কুড়াও কিগো বকুলের ফুল ?
গাঁথ কিগো মালা ? আমারো তরে এলো করে চুল ?
তবে আমি আজও রচে যাই মোর কাব্যের প্রতিটা চরণ তরে তোমার,
তুমি যদিও গিয়াছ সরে বহুদূরে তবুও তুমি নহগো কারো শুধুই যে আমার।।

০৬-০৮-২০১৬