আমি স্বপ্ন আঁকি নীল, গোলাপী, লাল,
দূর সীমান্তপানে ছুটে চলি পদাঘাতে দূর করি জঞ্জাল।
সূর্য জ্বলে যে তীব্রতা নিয়ে মনের ত্যাজে করি তা ছাই,
আমি স্বপ্ন আঁকি স্বপ্ন নদীতে নাও ভাসাই।।
প্রখরতা, খরতা, চৈত্র আমি করি শীতল মাঘ,
সৃষ্টি সুখের আহ্লাদে ছুটি শুনে মেঘের ডাক।
তিমির নিকষ কালোর মাঝে পূর্ণ চন্দ্র প্রদীপ জ্বালাই,
আমি স্পর্ধা দেখাই যুদ্ধমাঠে সাগর বুকে নাও ভাসাই।।
আমি হিমালয় বুকে অগ্নিগিরি বরফের গায়ে আঁকি তৃষ্ণার ছাপ,
দাবানল আমি ধ্বংস জুয়ারু দলে যাই অভিশাপ।
আমি টাইগ্রিস বুকে নিরন্তর ঘোরা দাপরাই,
আমি তাজিনডং শিরে হুংকার ছাড়ি স্বপ্ন নদীতে নাও ভাসাই।।
আমি সাইক্লোন সম্মুখে বাহু প্রসারিত করি,
জলোচ্ছাসের বাঁধভাঙ্গা জল শোষন করি।
দানব মহাকৃতি এই মুঠোয় রাখি নাই ভয় নাই,
আমি বিশ্বজয়ের স্বপ্ন দেখি স্বপ্ন সুখের নাও ভাসাই।।
০১-০৮-১৬