আমি যদি পাখি হতাম উড়ে যেতাম নিভৃত দূর গহীন অরণ্যে,
এই কোলাহল ছেড়ে তিমির কালো নিরবতাকে আপন করে।
আমি সঙ্গ ছেড়ে নিঃসঙ্গতাকে অনেক ভালোবাসি,
তবে নিরবতা বুঝে এমন সব প্রকৃতিকে আমি আপন করি।
যেমন ওই পাহাড় শুধু দাঁড়িয়েই থাকে সাথে ফুলের কলিগুলো থাকে নিশ্চুপ।।

মাঝে মাঝে ওই আকাশের বুক জুড়ে যখন নিঘুর কালো মেঘ জমে,
তখন ওই দূর আকাশকে কাছে পাই অনেক কাছে।
আবার যখন খোলা মাঠের বুক জুড়ে ছোট্ট মৃত ঘাস দেখি,
তখন ওই বিশাল মাঠকে হৃদয়ের দেয়ালে আঁকি।
রিমঝিম বর্ষার কোলাহল নয় যেন ভালোলাগে প্রখরতায় খা খা করা জমিন।।

দেখি যখন বিশাল নদীর যৌবনকাল নেই আছে শুধু মৃত্যু রেখা,
কতইনা হিংস্রতা মুছে শান্ত হয়েছে এই নদীবক্ষ ভাবি আমি একা।
হালকা হিম হাওয়ায় জোনাকিরা দলবেঁধে আলো ছড়িয়ে যায়,
পথ ভুলে যাওয়া একা জোনাকির আলোই মন বলে মোর মহিমা ছড়ায়।
আমি সমাজ ও সংসার ঘৃণার চোখে দেখি সুখ খুঁজি সমতায় নিরবতায়।।

১৫-০১-১৬