এসো সবুজের বুকে গড়ে তুলি এমন একটি ঘর,
সেথায় সবে থাকব মোরা রবেনা কেহ পর।
একই পথে চলি মোরা একই সুরে গাই গান,
সবে মোরা মানুষ হয়েও কেন বল এত ব্যবধান।।
একই সে ভানুর আলোতে হাসিয়া একই সে মাটিতে মিশি,
এই সব পথ একসাথে মাড়িয়া রহিনা পাশাপাশি।
কতক মানুষ অর্থ বিত্তে নিজেরে এলিয়ে দেয় সারা বেলা,
কতক মানুষ পায়না যে ঠাঁই খাইতে একটি বেলা।।
মানুষে মানুষে এত যে বিভেদ মিটিবে না কি কভু হায়,
পথের শিয়রে কেউবা দাড়িয়ে কেউবা প্রাসাধ পায়।
যদি তুমি হও সত্যিকারের মানব মনও প্রানে,
এসো গড়ি আত্মার আত্বীয় পথে ঘাঁটে সবখানে।।
২২-০৬-২০১৬