বিভোর হয়ে তোকে পাবার তীব্রতর বাসনায়,
দূর্বাঘাস মাড়িয়ে চেনা পথ ছাড়িয়ে জেগেছি নব আশায়।
তোর নয়ন যুগলে তাকালে ভুলি সর্বদিক চারিদিক,
এক অমৃত স্বাদ ভরা স্নেহ তব মুছে দেয় মোর অহমিক।।

মৃত্তিকার এ জগত ছেড়ে স্বর্গপানে ছুটি তোর নীড়ে,
রাত হতে দিন পূনরায় রাত কাটিয়ে দেই অনন্ত সূখের ভীরে।
কতবার যে ওই নব উথিত গোলাপ কলিতে দেখেছি তোর হাসি,
ভয়কে তাড়িয়ে পবনে ছড়িয়ে বলেছি ভালোবাসি তোকে ভালোবাসি।।

একবার নয় সুযোগ সর্বক্ষণে ছুঁয়েছি তোর ওই জোড়া হাত,
আদরে আদরে পরম তৃপ্তিতে পার করেছি কতশত রাত।
নখর হিংস্র করে নয় আগলে রাখতে ধরেছি ঝাপটে বারংবার তোর বাহু,
অসহ্য আবর্তনেও গানের কলি সাজিয়েছি কেড়ে সুর কোকিল, কেকা-কুহু।।

কুহেলিকা ক্ষণে উষ্ণ চাদর হয়ে জড়িয়েছি তোর সর্বাঙ্গ করে আলিঙ্গন,
বুকেতে বুক লেপ্টে দিয়ে রেখে চোখের দৃষ্টে চোখ খুঁজে নিয়েছি একান্তে তোর মন।
শুধু তোর পরিশুদ্ধতায় নিজেকে মিলাতে বারংবার করেছি গঙ্গাস্নান,
যদি হয় দিতে বিসর্জন দেব তাই তোকে পাবার তরে প্রাণ।।

১৮-০৬-২০১৬