আমি আমার নিয়তিকে বিশ্বাস করি জন্মের সাথে মৃত্যুকে করি যতটা,
মানুষ করবে ছলনা মিথ্যে বাহানা একথাও করি বিশ্বাস ঠিক ততটা।
তাই আমি অতীতকে মনে করি জন্মের মত ধ্রুব সত্য না মুছার মত,
আর যা হচ্ছে আমার সাথে অবহেলার স্রোত বইছে অনুকূলে যত।।
প্রতিবাদ আমি করিনা যদিও ব্যথিত হয় মন বন্ধু রূপি শত্রুকে জড় ভেবে নেই তখন,
আমার পথচলা কারো কাছে হয়তবা উপদ্রব মনে হয় তাই থাকি নিঃশ্চল অশ্রুসিক্ত করি নয়ন।
হাতের মুঠোয় আমি সুখ গুলো রাখিনা বিলিয়ে দেই যার যত প্রয়োজন,
কখনো সৃষ্টিকর্তার কাছে প্রশ্নও করিনা কেন আমার জন্য এত ব্যথার আয়োজন।।
চৌত্রের প্রখরতায় প্রাণ উষ্ঠাগত হলেও ছন্দের কাব্য রচনা যাই করে,
মেঘের ছায়া নদীভরা মিঠা পানি খুঁজে যাই তখনো অন্যকারো তরে।
মূর্তিখানি মোর ধুলায় লুটায়ে লুটায়ে করে বিলাপ সবার তরে হাতজোড়ে মাঙি আচ্ছাদন,
সেই অস্পষ্ট অদৃশ্যমান মনগুলোর জন্য শান্তিময়তার পরশ আনতে তখনো করি পণ।।
যখন কেউ শুরু হতেই নাটকের সংলাপের মত কথায় নিকৃষ্ট উদ্দেশ্যে গড়ে তোলে সখ্যতা,
আমি বিশ্বাসের অপূর্ব খনিতে ভিজিয়া ভিজিয়া সে কথায় নেই তার পক্ষতা।
স্বার্থপরতার হিসেব কষে ষোলআনা লাভ নিয়ে নিজের বশে চলে যায় সেই আসার পথে,
আমি তার ত্রুটি না খুঁজে নিজের সবটা ভুল ভেবে তখনও আশায় চেয়ে রই ফিরে আসবে বলে সেই পথে।।
এ আমার জীবন অতি অল্প হলেও শত ব্যথার তীরে মন ক্ষত হলেও রহি আপন পথে অবিচল,
যত পারো দাও ব্যথা মোরে সুখ কেড়ে তুলে নাও আপন ঘরে তবুও থাকিব এই অতি সাধারণ জীবন যাপিতদের দলে।
মোর শির আমি করিবনা নত শতজন করুন ছলনা ভিন্ন ভিন্ন আঙ্গিকে যত,
তবু মোর মন ও প্রাণ করিবে সদাই উচ্চারণ সই'গো নই আমি ব্যর্থ।।
০২-০৬-২০১৫