বহু কাল ধরে বহু পথ হেঁটেছি খুঁজে পেতে শেষ সীমান্ত,
তবে জানা ছিলোনা নেই এর কোন স্পর্শ লাভের সুযোগ নিতান্ত।
তবে এক অনন্ত সম্পদের আকর পেয়েছি পণ করে,
মিথ্যাই শিখিয়েছে তা বিশ্বাসকে অবিশ্বাসে রূপান্তরিত করে।।

হে চন্দ্রিকাবতী তব অবতার নয় হতে চেয়েছিলাম মর্তের সহযাত্রী,
মোরে তবু করোনি দু'দন্ড সুখের তীব্র নয় ক্ষীণাকৃতির চাদরাবৃতী।
আমি ওই নীলাভ আকাশ ছুঁতে চাইনি চেয়েছিলেম দেখতে,
তব উদার চোখে আর অবসর আসেনি ঘৃণার বদলে প্রেমেতে।।

না, এ আমার দুঃখ নয় বলবো শুধু সুখের অনুপস্থিতি এনেছ তুমি,
না, এ তোমার মিথ্যে আশ্বাস নয় ছিলো অনুপযুক্ত মোর হৃদয় ভূমি।
তাই সব ভুলে গিয়েছি অঘটন ভেবে মনে রাখিনি কিছু সামান্যতম,
তবে এ আমার হয়তোবা হবে ব্যর্থতা নয়তো ভালোবাসা মনে রেখেছি তোমায় আগেরি মত।।

২৯-০৫-২০১৫